Logo Logo

লালমোহনে ভাঙারি গুদামে অগ্নিকাণ্ড, ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই


Splash Image

ভোলার লালমোহন উপজেলায় একটি ভাঙারি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্তারকাচারি–মিয়ার হাট সড়ক সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে গুদামের মালিকের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।


বিজ্ঞাপন


ক্ষতিগ্রস্ত গুদামের স্বত্বাধিকারী মো. রুবেল মিয়া এই অগ্নিকাণ্ডকে ‘পরিকল্পিত নাশকতা’ বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ রতন ও দুলাল পরিকল্পিতভাবে আমার গুদামে আগুন দিয়েছে। আগুনে গুদামে থাকা সব মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।”

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রতন ও দুলাল। তাঁরা দাবি করেন, “শত্রুতা থাকতেই পারে, কিন্তু তাই বলে কারও দোকানে আগুন দেওয়ার মতো কাজ আমরা করিনি। রুবেল মিয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গুদামের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে বিনষ্ট হয়ে যায়।

লালমোহন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অগ্নিনির্বাপণ কাজ শুরু করি এবং আগুন নিয়ন্ত্রণে আনি। তবে প্রাথমিকভাবে আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।”

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত রুবেল মিয়া ও তাঁর পরিবার বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...