Logo Logo

নকলায় দুধ ছাড়া আর কিছুই পাচ্ছে না ফিডিং কর্মসূচির শিশুরা


Splash Image

শেরপুরের নকলা উপজেলায় ফিডিং কর্মসূচির দুধ ছাড়া কোন কিছুই পায় না প্রাথমিকের শিশুরা। খোঁজ নিয়ে জানা গেছে নকলার পাশের উপজেলা ফুলপুরে ফিডিং কর্মসূচির অধীনে চলমান ডায়েট সপ্তাহের পাঁচ দিন বিতরণ হলেও নকলাতে পাচ্ছে শুধু একদিন সোমবার। নকলা উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিদিনের ডায়েট তালিকা থাকলেও শুধু দুধ ছাড়া আর কিছুই পাচ্ছে না শিক্ষার্থীরা। ২ মাস যাবত শুধু দুধ দিলেও সপ্তাহের বাকি দিনগুলোতে কোন ডায়েট না পাওয়ায় চরম হতাশায় রয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বিষয়টি নিয়ে নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এটা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেন আমি কিছু জানি না।

নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম বলেন, ফিডিং কর্মসূচি প্রকল্প থেকে আমাদেরকে জানানো হয়েছে ঠিকাদার নিয়োগে জটিলতার কারণে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে পরিবেশন করতে সমস্যা হচ্ছে। আমরা ছোট ছোট শিশুদের অভিভাবকদের নানা প্রশ্নের সম্মুখীন হই প্রতিনিয়ত।

১৭ নভেম্বর ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। রুটি, কলা, ডিম এবং সুপার ফোর্টি বিস্কুট দেওয়ার কথা ডায়েট লিষ্টে থাকলেও ২ মাসে এখনো দুধ ছাড়া অন্য কোন আইটেম চোখে দেখেনি প্রাথমিকের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, আকিজ ডেইরি লিমিটেড কোম্পানির ফার্মফ্রেশ ২০০ মিলি'র তরল দুধের প্যাকেট বিতরণ করা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে। এসময় শিক্ষার্থীরা বলেন, স্যারেরা আমাদরকে শুধু দুধ ছাড়া আর কিছুই দেয় না।

উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এটা জেলা ভিত্তিক কর্মসূচি। শেরপুর জেলায় এখনো তারা ঠিকাদার নিয়োগ করতে পারে নাই, আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি ঠিকাদার নিয়োগ হলেও সপ্তাহের বাকি দিনগুলোতে ডায়েট বিতরণ শুরু হবে।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...