Logo Logo

আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতার পদত্যাগ


Splash Image

রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের এক নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।


বিজ্ঞাপন


পদত্যাগকারী ওই নেতার নাম মো. তুহিব্বুল ইসলাম। তিনি টুঙ্গিপাড়া পৌর শাখার আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. তুহিব্বুল ইসলাম বলেন, "দেশের প্রচলিত আইন, সংবিধান ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো একজন সচেতন নাগরিকের প্রধান দায়িত্ব। সেই নৈতিক দায়বদ্ধতা থেকেই আমি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে তিনি দেশের আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে জীবনযাপন করবেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর টুঙ্গিপাড়ায় দলটির কোনো নেতার এমন আনুষ্ঠানিক পদত্যাগের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...