Logo Logo

নগরকান্দায় ফসলি জমি থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার


Splash Image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের জামতলা এলাকায় ফসলি জমির ভেতর (চক) থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ১০টার দিকে জামতলা চকের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে নগরকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরনে কী ছিল বা শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন আছে কি না, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...