Logo Logo

সাভারে সাত মাসে ৬ খুনের নেপথ্যে ‘ভবঘুরে’ সম্রাট, দাবি পুলিশের


Splash Image

ঢাকার সাভারে গত সাত মাসে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডে মশিউর রহমান খান সম্রাট (৩৫) নামে এক ভবঘুরে যুবক জড়িত বলে দাবি করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আজ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত মশিউর রহমান খান সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার মৃত সালামের ছেলে। এলাকায় তিনি ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, সম্রাট মূলত একাই এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে আসছিল। প্রায় সাত মাস আগে সাভার পৌর এলাকার মডেল মসজিদের পাশে আসমা নামে এক বৃদ্ধাকে খুনের মাধ্যমে তার এই নৃশংসতা শুরু হয়। এরপর ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টারে হাত-পা বেঁধে এক যুবককে হত্যা করে সে। ধারাবাহিক অপরাধের অংশ হিসেবে ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ ১৯ ডিসেম্বর দুপুরে ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ওই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গতকালের জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে সম্রাটের সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এই নৃশংসতার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহত ৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।"

সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী এবং ওসি অপারেশন হেলাল উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...