বিজ্ঞাপন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন, যার মধ্যে ৫ জনই কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন—পাইকেরবাড়ী গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)।
পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ জানান, নিহত এই ৫ নারী কৃষি শ্রমিক রোববার ভোরে মাদারীপুর এলাকায় দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার জন্য সন্ধ্যায় তাঁরা ইজিবাইকে ওঠেন। ঘটকচর পৌঁছালে দ্রুতগামী সার্বিক পরিবহনের বাসটি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।
একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, “সংসারের সচ্ছলতা ফেরাতে তাঁরা প্রতিদিন ভোরে কাজের সন্ধানে মাদারীপুর যান। কিন্তু কালকের যাওয়াটা যে তাঁদের শেষ যাওয়া হবে, তা কেউ ভাবেনি। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছি।”
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একই গ্রামের ৫ জন কিষাণী নিহতের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। রোববার রাতেই নিহতদের মরদেহ গ্রামে নিয়ে আসা হয়েছে। বর্তমানে গ্রামজুড়ে শোকাবহ পরিবেশে তাঁদের শেষকৃত্যের কাজ সম্পন্ন হচ্ছে।”
উল্লেখ্য, নিহত এই নারীরা সবাই অভাবী পরিবারের সদস্য ছিলেন এবং অন্যের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো এখন দিশেহারা হয়ে পড়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...