Logo Logo

বিলাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা


Splash Image

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বিলাইছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার আদর্শ ও দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ এবং উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিলাইছড়ি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শিব্বির আহমেদ। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...