Logo Logo

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিলাইছড়ি ইউএনও


Splash Image

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। সোমবার (১৯ জানুয়ারি) তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।


বিজ্ঞাপন


পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের সাধারণ ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের সেবাপ্রাপ্তি ও হাসপাতালের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিৎ দত্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফরা উপস্থিত ছিলেন। ইউএনও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে ইউএনও হাসনাত জাহান খান রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...