Logo Logo

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলার শালফা নামক স্থানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তির নাম প্রদীপ কুমার (৪৫)। তিনি ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা শালফা এলাকায় পৌঁছালে সামনের একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি স্কুল বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী প্রদীপ কুমার প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অপর যাত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ঘাতক বাসটি দুর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।

শেরপুর থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পলাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...