বিজ্ঞাপন
পদত্যাগকারী নেতার নাম মাহাজিব হোসেন মাহাদী। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পার-ঝনঝনিয়া গ্রামের মোঃ শওকত শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাদী বলেন, "২০২২ সালে গঠিত ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছিল। তবে ব্যক্তিগতভাবে আমি কখনোই সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। বর্তমানে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে ওই পদ থেকে পদত্যাগ করছি।"
তিনি আরও অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না।
সংবাদ সম্মেলনকালে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নিষিদ্ধ সংগঠনের পদ থেকে প্রকাশ্যে পদত্যাগের এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...