বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
প্রেস সচিব জানান, আজ সকালে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ড. ইউনূস অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ জোর দেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেছেন।
একই ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন থেকে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। লিঙ্গ সমতা ও আধুনিক পরিভাষা ব্যবহারের লক্ষ্যেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ এবং প্রশাসনিক সংস্কারের এই পদক্ষেপগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...