Logo Logo

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা এক সফল অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।


বিজ্ঞাপন


সোমবার (১৯ জানুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার জয়নগর-ব্যাসপুর সড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক গ্রামের মৃত নুরুল হুদার ছেলে আবু তাহের (৪৪) এবং একই জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুরুল আলম (৪১)।

র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার রাতে মাঝিগাতী বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের দায়ে মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় সোমবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব সদস্যরা তাঁদের আইনি প্রক্রিয়ার জন্য কাশিয়ানী থানায় সোপর্দ করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপালগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...