বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) ননীক্ষীর ইউনিয়নের নওখন্ডা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই সিদ্ধান্ত জানান।
পদত্যাগকারী নেতারা হলেন— মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক শেখ এবং একই কমিটির সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন মৃধা।
পদত্যাগের ঘোষণা: সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, তাঁরা নিজ ইচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব ধরনের পদ ও পদবি থেকে পদত্যাগ করছেন। আজ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তাঁদের আর কোনো সম্পর্ক নেই বলে তাঁরা স্পষ্টভাবে ঘোষণা দেন।
উপস্থিত সাংবাদিকদের সামনে তাঁরা উল্লেখ করেন যে, ব্যক্তিগত ও স্বেচ্ছায় গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে তাঁরা দলীয় সব সম্পর্ক ছিন্ন করেছেন।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীদের মধ্যে পদত্যাগের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। মুকসুদপুরের এই পদত্যাগের ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...