বিজ্ঞাপন
বাজারে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার বর্তমানে ১৪০০ থেকে ১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে এসব সিলিন্ডারের দাম ছিল ১২০০ টাকা। সিলিন্ডার প্রতি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অস্বস্তি বিরাজ করছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ডিলার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল-মোটেল ব্যবসায়ীরা। সৈয়দ রাসেল নামে এক ক্রেতা বলেন, "বসুন্ধরা গ্যাস গত সপ্তাহে ১৬০০ টাকায় কিনেছি, আজ বাজারে গিয়ে দেখি তা একেবারেই নেই। প্রশাসনের উচিত দ্রুত বাজার তদারকি করা।"
নাজমা আক্তার নামে এক শিক্ষিকা তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন, "সব পণ্যের দাম দ্বিগুণ বেড়েছে। এখন আবার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০-৩০০ টাকা বেশি। মধ্যবিত্ত পরিবারের জন্য দুমুঠো ভাত জোগাড় করাই এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে।" খুচরা ব্যবসায়ী বাবুল জানান, পাইকারি পর্যায়ে বেশি দামে কিনতে হচ্ছে বলে তাঁরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
কলাপাড়ার গ্যাস সংকট ও অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ বলেন, "কৃত্রিম সংকট তৈরি করে কেউ যদি গ্যাস মজুদ করে রাখে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বাজার মনিটরিং শুরু করছি।"
উপকূলীয় এই জনপদে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...