Logo Logo

বাকেরগঞ্জে জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত


Splash Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে বাকেরগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হলেও বক্তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন খান বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের বিদায় ঘটিয়ে ভোটাধিকার ফিরে পেয়েছি।”

তিনি নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়ে বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন প্রতিটি ভোটার যেন কেন্দ্রে উপস্থিত হতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কোনো অপকৌশল বা চক্রান্তে যেন সাধারণ ভোটাররা ভোটদান থেকে বিরত না থাকেন, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন তালুকদার শাহীনের সঞ্চালনায় এবং আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। তাঁরা আগামীতে ‘নতুন বাংলাদেশ’ গঠনে প্রতিটি কর্মীকে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকগণ তাঁদের স্ব-স্ব এলাকার নির্বাচনী রূপরেখা তুলে ধরেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির ১নং সদস্য সেলিনা খান বাবলী, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ জমাদ্দার এবং সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল, মিজানুর রহমান চুন্নু, হারুন অর রশীদ সিকদার, খলিলুর রহমান সিকদার, মশিউর রহমান মাসুদ, অহিদুল ইসলাম স্বপন, রুহুল আমিন জমাদ্দার এবং যুবদলের আহ্বায়ক এনায়েতুর রহমান বিপুসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...