Logo Logo

নগরকান্দায় কুমার নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


Splash Image

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদী থেকে ফিরোজ শেখ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার চরযোশরদি ইউনিয়নের নিখরহাটি উত্তরপাড়া গ্রাম সংলগ্ন নদী থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত ফিরোজ শেখ নগরকান্দা থানার নিখরহাটি পশ্চিম পাড়া গ্রামের মৃত শাজাহান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিখরহাটি উত্তরপাড়া এলাকায় জাফর লস্করের বাড়ির নিচে কুমার নদীতে একটি মরদেহ উপুড় অবস্থায় ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি বা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিবার ও স্থানীয়দের মাঝে এই মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...