Logo Logo

ফেনীতে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


Splash Image

ফেনী শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ হারুন উর রশিদ (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের কামাল হাজারী সড়কের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত হারুন উর রশিদ ওই এলাকার লতিফ মৃধা বাড়ির বাসিন্দা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ টিম কামাল হাজারী সড়কে হারুন উর রশিদের বসত ঘরে অভিযান চালায়। তল্লাশিকালে তাঁর ঘর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...