Logo Logo

ফেনীতে সংবাদপত্র বিপণন কর্মীদের মাঝে কম্বল বিতরণ।


Splash Image

ফেনীতে শীতার্ত সংবাদপত্র বিপণন কর্মীদের পাশে দাঁড়িয়েছে ফেনী রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির উদ্যোগে স্থানীয় বিভিন্ন পত্রিকায় কর্মরত সংবাদপত্র বিপণন কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে মোট ২০ জন সংবাদপত্র বিপণন কর্মীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মো. শফি উল্লাহ রিপনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সময় উপস্থিত ছিলেন ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক ও বণিক বার্তার ফেনী প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দৈনিক ফেনীর বার্তা সম্পাদক এম. এ. জাফর এবং সাপ্তাহিক নীহারিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র বিপণন কর্মীরা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা অনেক সময় অবহেলিত থাকেন। শীত মৌসুমে তাদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...