বিজ্ঞাপন
সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ইয়াস ব্লাড ব্যাংক, ঝালকাঠি–এর উদ্যোগে এবং ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) ও তারুণ্য স্টুডেন্ট সেবা প্রতিষ্ঠান–এর সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন ঝালকাঠি সরকারি হাসপাতালের অভিজ্ঞ প্যাথোলজিস্ট মোঃ রাকিব। তাকে কারিগরি সহায়তা প্রদান করেন ইয়াস ব্লাড ব্যাংকের সদস্য ইমাম মেহেদী আকাশ ও মৌলি আক্তার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, সদস্য আরিফুল ইসলাম আকাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা বলেন, “বর্তমানে রক্তের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণে নতুন রক্তদাতা তৈরি করা অত্যন্ত জরুরি। আমাদের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা রক্তদানে উৎসাহিত হবে এবং ভবিষ্যতে রক্তের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মসূচি চলাকালীন ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ইয়াসের সদস্যদের সার্বিক সহযোগিতা করেন। মানবিক ও জনকল্যাণমূলক এই উদ্যোগের জন্য তারা ইয়াসকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি অনেক শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদানে আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, ভবিষ্যতে রক্তের প্রয়োজনে সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে রোগীদের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকবেন।
উল্লেখ্য, ইয়াসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৯ জানুয়ারি ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ঝালকাঠি সরকারি কলেজে আয়োজিত এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...