Logo Logo

ফেনীতে প্রথম কার্ডিওভাস্কুলার অস্ত্রোপচার সফল, চিকিৎসায় নতুন দিগন্ত


Splash Image

ফেনীর চিকিৎসা ইতিহাসে যুক্ত হলো এক নতুন মাইলফলক। জেলায় প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে কার্ডিওভাস্কুলার (রক্তনালি) অস্ত্রোপচার। গত ১৯ জানুয়ারি (সোমবার) রাতে ফেনী শহরের ট্রাংক রোডস্থ রয়েল হাসপাতালে এই অত্যাধুনিক অপারেশন পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. শহীদুল আমিনের নেতৃত্বে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। দুই ঘণ্টাব্যাপী এই জটিল প্রক্রিয়ায় তার সাথে ছিলেন ডা. বাদলসহ একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে জাহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে পায়ের রক্তনালির সমস্যায় ভুগছিলেন। গত ডিসেম্বর মাসে তিনি ডা. শহীদুল আমিনের ফেনীর চেম্বারে (ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার) পরামর্শ নিতে আসেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তার পায়ের রক্তনালি আঁকাবাঁকা হয়ে যাওয়ায় স্বাভাবিক চলাফেরায় সমস্যা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ১৯ জানুয়ারি বিকেলে তিনি রয়েল হাসপাতালে ভর্তি হন এবং ওই রাতেই সফলভাবে তার অপারেশন সম্পন্ন হয়।

অপারেশন সম্পর্কে ডা. মো. শহীদুল আমিন জানান, এটি ছিল 'ভেরিকোজ ভেইন' বা পায়ের আঁকাবাঁকা রক্তনালির লেজার অপারেশন ও রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। তিনি বলেন, “আগে এই অপারেশনের জন্য শরীরের দুই থেকে তিনটি স্থানে ছিদ্র করতে হতো। কিন্তু বর্তমানে অত্যাধুনিক 'ডুপ্লেক্স মেশিন' ব্যবহার করে মাত্র একটি ছোট ছিদ্রের মাধ্যমে রক্তনালির সংযোগ ঠিক করা সম্ভব হয়েছে।”

এই প্রযুক্তির বড় সুবিধা হলো, এর মাধ্যমে অপারেশন করলে রোগীর শরীরে বড় কোনো ক্ষত তৈরি হয় না। ফলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং অপারেশনের পরদিনেই বাড়ি ফিরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।

রয়েল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “ফেনীতে এই প্রথম কার্ডিওভাস্কুলার সার্জারি সফলভাবে সম্পন্ন হলো। এখন থেকে স্থানীয় রোগীরা ঢাকা না গিয়েই ফেনীতে এই আধুনিক চিকিৎসা সেবা পাবেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

এই সফল অপারেশনের মধ্য দিয়ে ফেনীর স্বাস্থ্যসেবায় এক অভাবনীয় সাফল্যের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...