Logo Logo

সরাইলে তারেক রহমানের জনসভা ঘিরে উৎসবের আমেজ, সকল প্রস্তুতি সম্পন্ন


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে এখন সাজ সাজ রব। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের মিনি স্টেডিয়াম (কুট্টাপাড়া খেলার মাঠ)-এ এই বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর জেলায় দলীয় প্রধানের সশরীরে উপস্থিতি ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


বিজ্ঞাপন


দলীয় প্রধান হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা। সরেজমিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে দেখা গেছে, কুট্টাপাড়া খেলার মাঠের প্রায় দুই একর এলাকাজুড়ে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। পুরো মাঠ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে মাঠের চারপাশের ভবন ও গাছপালা।

জনসভার প্রস্তুতি তদারকি করতে দফায় দফায় মাঠ পরিদর্শন করেছেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী খালেদ হোসেন মাহবুব (শ্যামল), ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবসহ হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ এবং সরাইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নিয়মিত প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও কয়েক দফা মাঠ পরিদর্শন করেছেন।

বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব সংবাদমাধ্যমকে জানান, “তারেক রহমানের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ। জনসভাকে কেন্দ্র করে সরাইলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে আশা করি অন্য কোনো প্রার্থীর অস্তিত্ব থাকবে না। বৃহস্পতিবার এখানে স্মরণকালের রেকর্ড সংখ্যক লোকসমাবেশ হবে।”

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। ঢাকা ফেরার পথে সরাইলের এই জনসভাসহ একাধিক স্থানে পথসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।

এলাকাবাসীর মতে, দলীয় প্রধানের এই আগমনে কেবল বিএনপি নেতা-কর্মী নয়, সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...