Logo Logo

ক্ষমতায় গেলে জনগণের সেবক হবে বিএনপি : বাকেরগঞ্জে আবুল হোসেন খান


Splash Image

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি আবুল হোসেন খান বলেছেন, “ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে এবং এই ক্ষমতা হবে দেশের জনগণের জন্য। আমরা এমনভাবে কাজ করব, যাতে মানুষ বুঝতেই না পারে আমরা ক্ষমতায় আছি—বিএনপি হবে জনগণের সেবক।”


বিজ্ঞাপন


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ জানুয়ারি (মঙ্গলবার) বাকেরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্যে আবুল হোসেন খান বলেন, "বিগত ১৭ বছর ধরে এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের পর এখন সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।"

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "কমপক্ষে ৮০ শতাংশ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

নির্বাচনী প্রচারণায় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আল্লাহ তৌফিক দিলে বাকেরগঞ্জে সততার সাথে কাজ করব। এখানে কোনো অবিচার, সন্ত্রাস ও মাদকের স্থান হবে না।"

মাদক প্রসঙ্গে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি বলেন, "দলের কেউ যদি মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে, তবে প্রমাণ পাওয়া মাত্র তাকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দেওয়া হবে।"

একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, "ক্ষমতার গরমে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...