বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলায় বর্তমানে মোট ৫,৩৪২ জন নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে মৎস্য অধিদপ্তরের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্বাচিত ৬০ জন জেলেকে এই বকনা বাছুর প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মো. মহসিন ও জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন আমিরুল ইসলাম সোহাগ এবং বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছ ধরা নিষিদ্ধের সময় এবং প্রতিকূল পরিস্থিতিতে জেলেরা যেন কর্মহীন হয়ে না পড়েন, সেজন্য তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এই বকনা বাছুর গরুগুলো প্রদান করা হয়েছে। এটি তাদের পরিবারে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি করবে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নিজ হাতে জেলেদের কাছে বাছুরগুলো হস্তান্তর করেন। সরকারি এই সহযোগিতা পেয়ে উপকারভোগী জেলেরা আনন্দ প্রকাশ করেছেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...