Logo Logo

মনোহরদী মডেল মাদরাসায় হাফেজদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদীতে হিফজুল কোরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লালেবাড়ীতে অবস্থিত ‘মনোহরদী মডেল মাদরাসা’ প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর সদ্য হিফজ সম্পন্নকারী দুই শিক্ষার্থী—হাফেজ মোহাম্মদ রাইহান ও হাফেজ মোহাম্মদ সাইফ-এর মাথায় আনুষ্ঠানিকভাবে দস্তারবন্দী বা সম্মাননার পাগড়ি পরিয়ে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পাগড়ি প্রদানের পাশাপাশি কৃতি এই হাফেজদের হাতে বিশেষ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পবিত্র কোরআনের হাফেজদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, "কোরআনের হাফেজরা সমাজের আলোর মশাল। তারা তাদের অর্জিত জ্ঞান ও কোরআনের আদর্শ সমাজে ছড়িয়ে দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।" বক্তারা শিক্ষার্থীদের উন্নত নৈতিকতা, শুদ্ধ দ্বীনি জ্ঞান অর্জন এবং আমল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। হিফজ সম্পন্নকারী হাফেজদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...