Logo Logo

ফরিদপুরে গণভোটের প্রচার ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত


Splash Image

আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট সফল করতে এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ফরিদপুরে এক বিশাল র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিকশা র‍্যালি ও ভ্রাম্যমাণ প্রচার ইউনিটের মাধ্যমে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রচার করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয় এবং সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “গত ১৭ বছর এ দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দিনের ভোট রাতের আঁধারে সম্পন্ন হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তরুণ সমাজের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা এবং ক্ষমতার চিরস্থায়ী দখলদারিত্ব বন্ধ করতে ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে।”

উপদেষ্টা আরও বলেন, বিগত সরকার ক্ষমতায় থাকতে হাজার হাজার মানুষকে হত্যা, গুম এবং কয়েকশ মানুষকে অন্ধ করে দিয়েছে। সেই দুঃশাসনের পুনরাবৃত্তি রোধে জনগণকে তাদের অধিকার আদায়ে সচেতন হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

বক্তারা জানান, ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম (পিপিএম), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদর উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক ডা. বাইজিদ হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

জনগণই সকল ক্ষমতার উৎস। কোনো সরকার যেন জনগণের ওপর চেপে বসতে না পারে, তা নিশ্চিত করতেই এই গণভোট। সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ‘হ্যাঁ’ প্রতীকে রায় দেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...