Logo Logo

বীরগঞ্জে ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে ১৫ নেতা-কর্মীর যোগদান


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পদত্যাগকারী একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।


বিজ্ঞাপন


আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই যোগদান সম্পন্ন করেন।

জামায়াতে যোগদানকারী ১৫ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ইসলামী যুব আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ৪নং পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও ৪নং পাল্টাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আহম্মদ আলী এবং ইউনিয়ন শাখার ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন। এছাড়া মো. আসাদ আলী, মানিক ইসলাম, সোহরাব আলীসহ মোট ১৫ জন কর্মী এদিন আনুষ্ঠানিকভাবে জামায়াতের পতাকাতলে আসেন।

যোগদান অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আহমাদ আলী বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত সময়ে ১০ দলীয় জোটে থাকার কথা দিলেও পরে বেরিয়ে গেছে, যা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। আমরা বৃহত্তর ঐক্যের পক্ষে থাকতে চাই। জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলা ও নেতা-কর্মীদের ব্যবহারের মাধুর্য দেখে আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব রবিউল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম।

বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি মাওলানা কে. এম. দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও ইসলামের কল্যাণে এই ঐক্যবদ্ধ পথচলা আগামী নির্বাচনে দিনাজপুর-১ আসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...