Logo Logo

গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও এর পরিচালনা নীতিমালা প্রচারের লক্ষে অংশীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) গোপালগঞ্জ বিএডিসি (BADC) প্রশিক্ষণ হলরুমে কৃষি বিপণন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।


বিজ্ঞাপন


কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মশালাটি ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার, এপিসিউডিএএম) প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। কৃষি খাতের বাণিজ্যিক রূপান্তর এবং পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্য নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক (উপসচিব) মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা এবং গোপালগঞ্জ বিএডিসি’র উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের ভ্যালু চেইন কনসালটেন্ট কৃষিবিদ ফাইজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ নাঈম আহম্মেদ।

কৃষিপণ্যের বাজারজাতকরণ পদ্ধতি আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট নীতিমালার সঠিক প্রয়োগ নিশ্চিত করার লক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ৫০ জন অংশীজন অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং ভ্যালু চেইনের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...