Logo Logo

গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


আজ বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিন আসনের মোট ২৮ জন প্রার্থীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ): এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন।

এ আসনে বিএনপির প্রার্থী মো. সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার নিজ নিজ দলীয় প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম. আনিসুল ইসলাম (ঘোড়া), আশ্রাফুল আলম (ফুটবল) ও মো. কাইউম আলী খান (কলস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর–কাশিয়ানীর একাংশ) আসনে মোট ১২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এ আসনে বিএনপির ডা. কে. এম. বাবর, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা এবং গণফোরামের শাহ মফিজকে দলীয় প্রতীক প্রদান করা হয়।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুজ্জামান ভূঁইয়া (টেলিফোন), এম. এইচ খান মঞ্জু (হরিণ), মো. সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি), রনী মোল্লা (তালা) এবং উৎপল বিশ্বাস (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে আটজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ আসনে বিএনপির এস এম জিলানী, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ এবং এনপিপির শেখ সালাউদ্দিন দলীয় প্রতীক পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. হাবিবুর রহমান (ফুটবল) এবং গোবিন্দ চন্দ্র প্রামাণিক (ঘোড়া) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পর গোপালগঞ্জের নির্বাচনী এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...