বিজ্ঞাপন
প্রতীক বরাদ্দ পাওয়ার পর বুধবার (২১ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল আজিজ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি আমাকে বিজয়ী করে খেদমতের সুযোগ দেন, তাহলে সর্বপ্রথম এই অঞ্চলের মানুষগুলোকে অত্যাচার, জুলুম, নির্যাতন ও মামলা বাণিজ্যের মাধ্যমে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেটি বন্ধ করে দেবো।”
তিনি আরও বলেন, “দ্বিতীয়ত, কোনো রকমের টেন্ডারবাজি হতে দেবো না। পাশাপাশি যুবসমাজের অবক্ষয় রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।”
জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভোটের মাধ্যমেই এই অঞ্চল থেকে কাউকে না কাউকে দেশ পরিচালনার জন্য সংসদে পাঠানো হয়। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, এ বছর অন্তত যাচাই-বাছাইয়ের জন্য হলেও একবার আমাদেরকে নির্বাচিত করবেন। রিক্সা মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমতের জন্য আমাদেরকে জাতীয় সংসদে পাঠাবেন।”
১০ দলীয় জোটের এই প্রার্থী আরও জানান, “আমার নির্বাচনী কার্যক্রম শুরু করেছি গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে। এখানকার মুহতামিম, হুজুরসহ সবার কাছ থেকে দোয়া নিয়েছি। আল্লামা শামসুল হক ফরিদপুরীর রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের মাধ্যমেই কার্যক্রম শুরু করলাম। রিক্সা মার্কার সঙ্গে থাকবেন এবং আগামী নির্বাচনে রিক্সাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস টুঙ্গিপাড়া শাখার সভাপতি হাফেজ মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান মোল্লাসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...