Logo Logo

‘দেশের চাবি তরুণদের হাতে’—ফরিদপুরে গণভোট ও নির্বাচন ২০২৬-এর প্রচারণায় উপদেষ্টা


Splash Image

সরকারি রাজেন্দ্র কলেজে গণভোট ও নির্বাচন ২০২৬ প্রচারণায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সরকারি রাজেন্দ্র কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রথমবারের মতো তরুণ ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে ‘গণভোট ও নির্বাচন ২০২৬’ প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজের মুক্তমঞ্চে এই প্রচারণা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়াও সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও রাষ্ট্রীয় সংস্কারে তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণভোট ও আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের চাবি এখন তরুণদের হাতে। অর্জিত স্বাধীনতা রক্ষা ও রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে হবে। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিলে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এর ফলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে এবং সংসদে নিজ দল ও বিরোধী দল দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ পাবে। তিনি বাংলার মানুষের অধিকার আদায়ে এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...