বিজ্ঞাপন
বুধবার (২১জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারকান্দা আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন বান্ডেল ঢেউটিন, ৩০ কেজি চাল এবং ৯ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এসব সহায়তা তুলে দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “আপনারা সিডরের মতো বড় দুর্যোগ মোকাবেলা করেছেন। এই দুর্ঘটনাও আপনারা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারবেন। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে।” তিনি এ সময় আসন্ন গণভোট সম্পর্কেও আবাসন প্রকল্পের বাসিন্দাদের অবহিত করেন এবং ভোটার হিসেবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দুপুরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারকান্দা আশ্রয়ণ প্রকল্পের ১৭ নম্বর ব্যারাকের ১০টি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন নেভানোর সময় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে সাতজনের বেশি ব্যক্তি আহত হন বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...