Logo Logo

ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার


Splash Image

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ মো. শহীদ উল্যাহ্ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


বিজ্ঞাপন


বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মুহুরিগঞ্জ সংলগ্ন সুলতানা ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনী টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মুহুরিগঞ্জ এলাকায় অবস্থান নেন। চট্টগ্রামমুখী ‘চয়েস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন যাত্রী শহীদ উল্যাহর হেফাজত থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. শহীদ উল্যাহ্ ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংহনগর সরদার বাড়ির মৃত ফরিদ আহমেদের ছেলে।

ডিএনসি জানায়, উদ্ধারকৃত মাদকসহ আসামিকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেলার প্রবেশপথগুলোতে মাদকের চালান রোধে তাদের নিয়মিত এই ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...