Logo Logo

ফরিদপুরে যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১৮


Splash Image

ফরিদপুরের নগরকান্দায় রাতভর শ্বাসরুদ্ধকর এক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৮ জনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া এলাকায় এই চিরুনি অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি চৌকস দল এই অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে শাকপালদিয়া গ্রামের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে নারী ও পুরুষসহ মোট ১৮ জনকে আটক করা হয়। আটককৃতরা সবাই ওই গ্রামেরই বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

যৌথবাহিনীর এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তল্লাশিকালে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও ঘরবাড়ি থেকে ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা এবং ৫টি ছোট ছুরিসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে আটককৃতদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত ৭টি মোবাইল ফোনও জব্দ করেছে আভিযানিক দল।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই নগরকান্দার বিভিন্ন স্থানে একাধিক মরদেহ উদ্ধার এবং রাজনৈতিক সংঘাতের মতো নৃশংস ঘটনা ঘটছে। এসব সহিংসতা রোধ ও জনমনে শান্তি ফিরিয়ে আনতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ ও সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শহরের উপকণ্ঠে এমন বড় ধরনের সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...