বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে শহরের কোতোয়ালী থানাধীন কানাইপুর মৃগী এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে চুয়াডাঙ্গা থেকে আসা এক পেশাদার মাদক কারবারিকে আটক এবং তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে যে চুয়াডাঙ্গা জেলা থেকে মোটরসাইকেলযোগে মাদকের একটি বড় চালান ফরিদপুরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল কানাইপুর মৃগী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা তাকে হাতে-নাতে আটক করেন।
আটককৃত ব্যক্তির নাম মো. আতিয়ার রহমান (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মদনা গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে।
আটকের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি তল্লাশি করা হয়। এসময় বাইকের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৫ বোতল (প্রতিটি ১০০ মি.লি.) নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। র্যাব জানায়, জব্দকৃত ৬,৫০০ মিলিলিটার মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি ১২৫ সিসি ‘হিরো গ্ল্যামার’ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিয়ার রহমান স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফ্যান্সিড্রিল ও ফেয়ারডিল সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। অনুসন্ধানে তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ফরিদপুর কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ আরও স্পষ্ট করেছে যে, মাদকের বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...