Logo Logo

দেশপ্রেম বুকে নিয়ে আগামীর সারথি হও— তরুণদের উদ্দেশ্যে ডা. বাবরের আহ্বান


Splash Image

উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. কে এম বাবর।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন, “তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরতে হবে। ছাত্রজীবন থেকেই দেশপ্রেম আমার হৃদয়ে গাঁথা ছিল, আমি চাই তোমাদের মাঝেও সেই আদর্শ জাগ্রত হোক।” মনোজ্ঞ আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ডা. বাবর অভিভাবকদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে রাজনৈতিক ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ভোটের মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিরসনে শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও প্রয়োজনীয় চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখার আশ্বাসও দেন তিনি।

এছাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্বাচিত হলে গোবরা থেকে ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে ঘোষণা দেন তিনি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিষ্ণুপদ বালার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক অহিদুল ইসলামের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার শরীফুল ইসলাম ও খন্দকার কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...