বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের থানা মোড় সংলগ্ন অস্থায়ী প্রতিমার হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন আকার ও কারুকাজের প্রতিমা সাজিয়ে রাখা হয়েছে। জেলা শহরের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ক্রেতারা ভিড় করছেন পছন্দের প্রতিমা সংগ্রহ করতে। বাজারে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮ হাজার টাকার মধ্যে প্রতিমা বিক্রি হতে দেখা গেছে।
প্রতিমা বিক্রেতা বিষ্ণু পাল, অন্তর পাল ও রিপন পাল জানান, বিগত বছরের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা কম। ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকায় বিক্রিও সন্তোষজনক।
সরেজমিনে দেখা গেছে, প্রতিমা কেনার পর উৎসুক পূজারিরা ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে আনন্দঘন পরিবেশে প্রতিমা বাড়িতে নিয়ে যাচ্ছেন।
হিন্দু শাস্ত্র মতে, সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী। এই বিশ্বাস থেকে আগামীকাল শুক্রবার সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা এবং ব্যক্তিগত উদ্যোগে বাসা-বাড়িতে দেবীর আরাধনা করা হবে। পূজা শেষে পুষ্পাঞ্জলি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...