Logo Logo

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদীতে ধানের শীষ প্রতীকের পক্ষে গণ-সংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে এ গণ-সংযোগ অনুষ্ঠিত হয়।

গণ-সংযোগে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা.এম এইচ কবির,সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী মাঈন উদ্দিন বাবুল,উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান তপন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ,উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মেম্বার এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,ইউনিয়ন যুবদল নেতা রুহুল আমিন সৈকতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন,বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...