Logo Logo

ফেনীর ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার, আটক ৩


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ওষুধ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


ফুলগাজী থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) উপজেলার আনন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। একই সঙ্গে পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ওষুধগুলো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। দ্রুত মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ ওষুধ পাচার রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...