Logo Logo

গণ বিশ্ববিদ্যালয়ে নাফিউল করিম ও তীর্থজিৎ রায় স্মরণে ডে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট


Splash Image

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) নাফিউল করিম ও তীর্থজিৎ রায় স্মৃতি স্মরণে 'ডে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬' শুরু হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা, কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও খেলোয়াড়সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের প্রাণবন্ত এবং মননশীল করে তুলে। ফুটবল ক্রিকেটের মতো খেলায় বিশ্ববিদ্যালয়ের বড় পর্যায়ে সুনাম রয়েছে। ফুটবল ক্রিকেটের পাশাপাশি ব্যাডমিন্টনস সহ অন্য সব খেলায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এসব টুর্নামেন্ট ব্যাপক ভূমিকা রাখবে। '

কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) বলেন, 'ক্রিকেট ফুটবলের পাশাপাশি শিক্ষার্থীদের সকল খেলায়ও স্বতস্ফুর্ত অংশগ্রহণ এবং ক্যাম্পাসে সবসময় প্রতিযোগিতা চর্চার রীতি অব্যহত রাখতেই প্রয়াত নাফিউল করিম ও তীর্থজিৎ রায় স্মরণে ব্যাডমিন্ট টুর্নামেন্টের আয়োজন। ভবিষ্যতে আরো বড় আয়োজনে এর ধারাবাহিকতা অব্যহত থাকবে। এই আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার উন্মোচন, দক্ষতা যাচাই এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনকে আরও সংগঠিত ও প্রাণবন্ত করে তুলবে।'

টুর্নামেন্টের প্রথম আসরে ১৭টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে ৪টি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ যেখানে সমাজকর্ম বিভাগ জয়ী হয়। দ্বিতীয় খেলায় কৃষি অনুষদের মুখোমুখি হয়ে জয় তুলে নেয় ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস অনুষদ। তৃতীয় খেলায় রসায়ন বিভাগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুল বায়োলজি বিভাগ। দিনের শেষ খেলায়

পদার্থ বিভাগের সাথে খেলায় বিজয়ী হয়েছে মাইক্রোবায়োলজি বিভাগ।

উল্লেখ্য, প্রয়াত নাফিউল করিম গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এবং তীর্থজিৎ রায় বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি এবং ফাইনালের সময়সূচি পরবর্তীতে নির্ধারিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...