Logo Logo

ঈদুল আজহা সামনে রেখে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান


Splash Image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও কুরবানির পশুর চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ৫৬ বিজিবি।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে নীলফামারী ব্যাটালিয়নের মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক।

তিনি জানান, “দেশে এবছর কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে গরু অনুপ্রবেশ বন্ধে আমরা সর্বোচ্চ প্রস্তুত।”

তিনি আরও বলেন, ঈদের পরে চামড়া পাচারের সম্ভাবনা মাথায় রেখে ঠাকুরগাঁও সেক্টর এবং ৫৬ বিজিবির আওতাধীন সীমান্তপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার বাজার, প্রবেশপথ ও গরু পরিবহনের সন্দেহভাজন রুটগুলোতে নিয়মিত টহল এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

-সেলিম রেজা, নীলফামারী প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...