Logo Logo

এবারের নির্বাচন হবে টাকা বনাম জনগণের ভালোবাসার: পীরজাদা হানজালা


Splash Image

মাদারীপুর-১ আসন (শিবচর) জুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী আমেজ। রিকশা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন দশ দলীয় ঐক্যজোটের বাংলাদেশ খেলাফতে মজলিশ সমর্থিত প্রার্থী, হাজী শরিয়তুল্লাহর সপ্তম বংশধর পীরজাদা হানজালা সাহেব।


বিজ্ঞাপন


শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শিবচর উপজেলার হাতীরবাগান মাঠ সংলগ্ন তাঁর নির্বাচনী কার্যালয় থেকে শতাধিক সহযোগী ও সাধারণ কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন পীরজাদা হানজালা। এ সময় তিনি শিবচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রচারণাকালে বক্তব্যে পীরজাদা হানজালা বলেন, “এবারের নির্বাচন হবে টাকা বনাম জনগণের ভালোবাসার। বিগত শাসনামলে শিবচরে কীভাবে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, তা আপনারা সবাই দেখেছেন।” তিনি আরও বলেন, “আমার পূর্বপুরুষরা ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসেনানী। সেই আদর্শের রক্ত আমার শরীরে বহমান। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি।”

তিনি দাবি করেন, গত ১৬ বছরে দেশে প্রকৃত গণতন্ত্র ও বাকস্বাধীনতা ছিল না। তবে এখন মানুষ আবার স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে। এ সময় তিনি শিবচরবাসীর উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের পরিবার-পরিজন নিয়ে আমাকে সমর্থন দিন। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে শিবচরে এক টাকাও চাঁদাবাজি করতে দেব না। কোনো ভ্যান, অটো কিংবা খেটে খাওয়া শ্রমিকের ঘাম ঝরানো টাকা জোর করে নেওয়া হবে না।”

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পরিচিত সদস্য সরোয়ার হোসেন মৃধা। তিনি উপস্থিত শিবচরবাসীর কাছে রিকশা প্রতীকে পীরজাদা হানজালা সাহেবকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...