Logo Logo

রাতের ভোটের দুঃস্বপ্ন পেরিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে : মেজর হাফিজ


Splash Image

ভোলা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার ঐতিহাসিক সুযোগ সামনে এসেছে। এই সুযোগ কাজে না লাগিয়ে যদি সঠিক পাত্রে ভোট না দেওয়া হয়, তাহলে আবারও জনগণকে কাঁদতে হবে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন , বিগত তিনটি নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। সেই প্রহসনের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখন জনগণের হাতে আবারও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে মানুষের ভাগ্যোন্নয়ন ও একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য।

সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, , আমিরুল ইসলাম বাসেদ, মো. শাহিন শাজি, মহিউদ্দিন জুলফিকার ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

জনসভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...