বিজ্ঞাপন
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে শহরের আলিপুর এলাকায় গোরস্থানের পাশে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ঢালাই উপ-কমিটি ও খোয়াভাঙ্গা শ্রমিকবৃন্দের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক শেখ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল শেখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শিথিল, ঢালাই উপ-কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. শওকত। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর-৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে চৌধুরী নায়াব ইউসুফকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ক্ষমতাসীন থাকাকালে সাধারণ মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি।
বক্তারা আশা প্রকাশ করেন, আগামী ৫ আগস্ট ২০২৪-এর পর দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তারা বলেন, ভোটের মাধ্যমে জনগণ নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে এবং ফরিদপুরের সার্বিক উন্নয়নে চৌধুরী নায়াব ইউসুফকে বিজয়ী করা জরুরি।
সভায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে আগত নেতা-কর্মীরা সভায় যোগ দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...