বিজ্ঞাপন
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নাচলমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে সাতটি ঘোড়া সমবেত হয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রতিযোগিতাটি দেখতে গোবিন্দপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার উৎসুক নারী, পুরুষ ও শিশু মাঠে ভিড় জমান। দর্শকদের করতালি আর উল্লাসে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, যা পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, যান্ত্রিক যুগে গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ক্রীড়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।
তাঁরা বলেন, ঘোড়দৌড় কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়ের সংস্কৃতি। আগামীতেও এই ঐতিহ্যবাহী খেলাটির আয়োজন অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
প্রতিযোগিতার প্রতিটি ধাপ শেষে দর্শকদের টানটান উত্তেজনা ও আনন্দ লক্ষ্য করা যায়। বর্ণাঢ্য এই দৌড় প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথি ও আয়োজকবৃন্দ বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
এলাকার প্রবীণ ব্যক্তিরা এমন আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করে জানান, অনেক বছর পর এমন উৎসবমুখর পরিবেশে ঘোড়দৌড় দেখে তাঁরা অভিভূত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...