Logo Logo

ফরিদপুরে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনাবাহিনীর হানা, অস্ত্রসহ আটক ১


Splash Image

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় একটি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পরিচালিত এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশ সমন্বিতভাবে এই যৌথ অভিযান চালায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে ডুমাইন ইউনিয়নের একটি বসতবাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি সচল সিঙ্গেল ব্যারেল পাইপ গান এবং একটি ১২ গেজের কার্তুজ উদ্ধার করা হয়।

অভিযানে ডুমাইন এলাকার বাসিন্দা বাদল সরকারকে (৫২) হাতে-নাতে আটক করা হয়। তিনি তার নিজস্ব ওয়ার্কশপ ব্যবহার করে গোপনে অস্ত্র তৈরি ও সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর হেফাজত থেকে অস্ত্র তৈরির বিশেষ সরঞ্জামাদি হিসেবে ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, ১টি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকস’সহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটক বাদল সরকার একজন পেশাদার অস্ত্র কারিগর। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক অস্ত্র মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তাঁর এই গোপন তৎপরতা জননিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।

আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর সাথে অন্য কোনো জঙ্গি গোষ্ঠী বা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...