বিজ্ঞাপন
শুক্রবার রাতে (২৩ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এস এম জিলানী বলেন, “আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমাকে একটি বারের জন্য আপনাদের সেবার সুযোগ দিন। নির্বাচিত হলে এই জনপদকে শান্তি-সম্প্রীতির এলাকায় রূপান্তর করবো।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে স্বাধীনতার পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ভোটারদের কেন্দ্রে গিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে কোটালীপাড়া উপজেলার কুশলা বাজারসংলগ্ন মাঠে কুশলা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এস এম জিলানী। সেখানে তিনি বলেন, নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল করীমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে প্রচারণা ও জনসংযোগ আরও জোরদার করার কথা জানান বিএনপি মনোনীত এই প্রার্থী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...