বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুর তাওয়াব, জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন, নায়েবে আমির মো. আবুল বাশার এবং খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত প্রায় ১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে ভোট প্রদান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে জোটের প্রার্থীদের বিজয় অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন নেতারা।
সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুর তাওয়াবকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে যোগ দেন। গণমিছিলে ১০ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...