Logo Logo

যশোরে ভোটের আমেজ, সংসদ নির্বাচন বুঝলেও 'গণভোট' নিয়ে অন্ধকারে গ্রামের মানুষ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও নির্বাচন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ 'গণভোট' নিয়ে চরম বিভ্রান্তিতে রয়েছেন গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। জেলা জুড়ে সরকারি প্রচার-প্রচারণা শুরু হলেও যশোরের বিভিন্ন উপজেলার পল্লী এলাকার বিপুল সংখ্যক ভোটার এখনো জানেন না গণভোট কী, কেন দিতে হবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট, কিংবা কীভাবে এই ভোট প্রদান করতে হবে।


বিজ্ঞাপন


মাঠপর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রার্থীদের ব্যক্তিগত প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো হলেও গণভোট বিষয়ে কার্যকর কোনো জনসচেতনতামূলক উদ্যোগ নেই বললেই চলে। যশোর সদর, বাঘারপাড়া, শার্শা, ঝিকরগাছা ও মনিরামপুরসহ বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে জনমত যাচাইয়ে উঠে এসেছে যে, সংসদ নির্বাচন সম্পর্কে ভোটারদের স্বচ্ছ ধারণা থাকলেও গণভোটের বিষয়টি তাদের কাছে সম্পূর্ণ নতুন ও অস্পষ্ট। সংশ্লিষ্টদের আশঙ্কা, বিষয়টি দ্রুত পরিষ্কার না করলে ভোটের দিনে প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ ভুল করে বসার ঝুঁকিতে রয়েছে।

​যশোর সদরের ভাটপাড়া গ্রামের কৃষক লিয়াকত আলী জানান, “ভোটের কথা শুনছি, কিন্তু গণভোট কী তা জানি না। আগে তো কখনো এমন ভোট দিইনি।” একই গ্রামের গৃহিণী ভারতী রানী বলেন, “আমরা আগে মার্কা দেখে ভোট দিয়েছি, এবারও তাই দেব ভেবেছিলাম। গণভোটের নিয়ম কেউ আমাদের বুঝিয়ে বলেনি।”

​একই চিত্র দেখা গেছে বাঘারপাড়া, শার্শা ও ঝিকরগাছার গ্রামগুলোতেও। বাঘারপাড়ার বাসুয়াড়ী গ্রামের প্রবীর রায় ও ঝিকরগাছার সিরাজুল ইসলাম জানান, ভোট যে হবে তা তারা জানেন, কিন্তু এই গণভোট দিলে জনগণের লাভ কী বা না দিলে ক্ষতি কী, সে সম্পর্কে প্রার্থীরাও কোনো স্পষ্ট ধারণা দিচ্ছেন না। মনিরামপুরের ভোটার তাজাম্মুল হোসেন জানান, প্রান্তিক মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দ্রুত হাট-বাজার ও মসজিদে প্রচারণা চালানো জরুরি।

​স্থানীয় সংবাদকর্মীদের মতে, প্রার্থীদের কর্মীরা শুধুমাত্র সংসদ নির্বাচনের মার্কা নিয়ে ব্যস্ত থাকায় গণভোটের বিষয়টি আড়ালে পড়ে যাচ্ছে। ব্যাপক মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ ছাড়া সাধারণ মানুষের এই বিভ্রান্তি দূর করা সম্ভব নয়।

​এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গণভোট নিয়ে ভোটারদের অবহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা চলমান আছে এবং পর্যায়ক্রমে তা আরও জোরদার করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...