Logo Logo

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার


Splash Image

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ০৫ মিনিটে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাঙ্গা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সলিলদিয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই ৬ জনকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর–২৭, তারিখ ২৪ জানুয়ারি ২০২৬; জিআর নম্বর–২৭। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশীয় ধারালো অস্ত্রসহ অন্যান্য অপরাধমূলক সরঞ্জাম রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...