বিজ্ঞাপন
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সরস্বতী পূজা শেষে রাত আনুমানিক ১২টার দিকে পূজারীরা মণ্ডপ ত্যাগ করেন। এরপর রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মূর্তির মাথা ভেঙে ঘাড়ের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়। শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু হাছনাতসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থার সদস্য এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আবদুল্লাহ আল মামুন আরও জানান, ঘটনার আগে পূজামণ্ডপ এলাকা থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়েছিল। ফলে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ মাঠে কাজ করছে। মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...